Monday, January 25, 2021
Home অপরাধ জগত নাচোলে পুলিশ পরিচয়ে ছিনতাই !

নাচোলে পুলিশ পরিচয়ে ছিনতাই !

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোলে পুলিশ পরিচয়ে টাকা ছিনতাই করার অভিযোগ উঠেছে। বুধবার ভোর ৬ টার দিকে নাচোল-আমনুরা রোডের ফায়ার সার্ভিস মোড়ে এক ধান ক্রেতাকে পুলিশ পরিচয় দিয়ে টাকা ছিনতাই করে নিয়ে যায়।
জানা যায়, নাচোল পৌরসভার ৮নং ওয়ার্ডের টি আলমের ছেলে আনোয়ার হোসেন (৩৭) বুধবার ভোরে ট্রলি যোগে ধান ক্রয়ের উদ্দেশ্যে হাটবাকইল রওনা হয়।
নাচোলের হাজি-ডাঙ্গা এলাকায় পৌঁছলে তাকে পিছন থেকে লাল রঙের একটি মোটরসাইকেল যোগে পুলিশ পরিচয় দিয়ে ট্রলি থামাতে বলে। আনোয়ার ট্রলিটি দাড় করালে পুলিশ সদস্য পরিচয় দিয়ে বলে, ‘তোর কাছে কী আছে দেখা, তুই জাল টাকার ব্যবসা করিস, তোর টাকা দেখা’। ইত্যাদি বলে হয়রানি করতে থাকে।
তোর মুখে মাস্ক কই, বিভিন্ন প্রশ্নের এক পর্যায়ে বলে তোর কাছে জাল টাকা আছে সেটি বের কর। এসময় আনোয়ার টাকা বের করলে ১লাখ টাকা কেড়ে নিয়ে বলে থানায় চল তোর ব্যবস্থা করছি। ওই সময় আনোয়ার মোটর সাকেলের সামনে গিয়ে দাড়ালে ওই ছিনতাইকারী বলেন, ‘সরে দাঁড়া নইলে তোকে গুলি করে ফেলবো’।
এক পর্যায়ে আনোয়ার তার পকেটে থাকা ১লাখ ৩৭ হাজার টাকা বের করে ওই পুলিশকে দেখায়। পুলিশ পরিচয়দানকারী সদস্য ৩৭ হাজার টাকা আনোয়ারকে ফেরত দিয়ে ১লাখ টাকা নিয়ে কৌশলে পালিয়ে যায়।
এ মর্মে নাচোল থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, মুল ঘটনা জানার চেষ্টা করছি। ভূক্তভোগী আনোয়ার এখনো কোন অভিযোগ দায়ের করেনি। অভিযোগ করলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

আব্দুল লতিফ সিদ্দিকীর অবৈধ দখলে থাকা জমিতে প্রশাসনের হানা

টাঙ্গাইল জেলা প্রশাসন আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর দখলে থাকা ৬৬ শতাংশ জমির স্থাপনা উচ্ছেদ করেছে। রোববার (২৪ জানুয়ারি) সকালে...

ইনস্টাগ্রামে ঝুমা বৌদি

বাঙালি দর্শক তাঁকে দুপুর ঠাকুরপোর ঝুমা বৌদি হিসেবেই চেনে। হইচই-এর হিট ওয়েব সিরিজ দুপুর ‘দুপুর ঠাকুরপো’-র দ্বিতীয় সিজনে ভোজপুরী অভিনেত্রী মোনালিসাকে দেখা গিয়েছিল। বাংলার...

করোনাভাইরাস: দেশে গত ২৪ ঘন্টায় আরো ২০ জনের মৃত্যু !

সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায়  আরো ২০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ২৩ জনে। আজ...

মধ্যপ্রাচ্যে জো বাইডেনের অগ্নিপরীক্ষা !

"বন্ধুগণ, এখন সময় পরীক্ষার" - বুধবার অভিষেক উপলক্ষে দেয়া ভাষণে তার সামনে প্রধান চ্যালেঞ্জগুলো একেক করে বলতে গিয়ে এই সাবধান-বাণী শোনান আমেরিকার নতুন প্রেসিডেন্ট...

Recent Comments