টাঙ্গাইল- নাগরপুর উপজেলার পাকুটিয়া ইউনিয়নের মানড়া নয়াপাড়ায় একটি সেতুর নিচে থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত ব্যক্তির নাম শফিকুল ইসলাম (৪৫)। সে মানড়া নয়াপাড়া গ্রামের মৃত সমেশ আলীর ছেলে বলে জানাগেছে ।
মঙ্গলবার (১৯ জুলাই) সকালে সেতুর নিচে মরাদেহটি পড়ে থাকলে স্থানীয়রা নাগরপুর থানা থবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ বিষয়টি নাগরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম দুপুরে আমাদের সংবাদ দাতাকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে। উদ্ধারের পর মরদেহটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় থানায় এখনো কেউ অভিযোগ করেননি বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
# মোহাম্মদ নজরুল ইসলাম/বাংলাটপনিউজ২৪.কম#