নাগরপুরে ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে ৭০ বছরের এক বৃদ্ধ নিখোঁজ !

0
369

টাঙ্গাইলের নাগরপুরে ধলেশ্বরী নদীতে গোসল করতে ৭০ বছরের এক বৃদ্ধ নিখোঁজ হয়েছে। বৃদ্ধের নাম আজিজ মিয়া।  বাড়ী মোকনা ইউনিয়নের আগ-দিঘলীয়া গ্রামে। জানা যায়, সোমবার দুপুরে  তিনি নিজ বাড়ির সামনেই নদীর ঘাটে গোসল করতে গিয়ে নিখোঁজ হন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, আজিজ মিয়া মৃত হাবেল বেপারীর ছেলে। দীর্ঘদিন যাবৎ তিনি প্যারালাইসেজ রোগে ভোগছিলেন তিনি।

স্থানীয় ইউপি সদস্য মাসুদুর রহমান মাসুদ জানান, এ ঘটনায় স্থানীয়রা খোঁজাখুজি করে না পেলে ফায়ার সার্ভিসে খবর দিলে বৃদ্ধকে উদ্ধারের সকল চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাকে উদ্ধার করতে পারেনি ওই ফায়ার সার্ভিস কর্মীরা।

নাগরপুর থানার পুলিশ পরিদর্শক, ওসি (তদন্ত) বাহালুল খান বাহার জানান, এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

মোহাম্মদ নজরুল ইসলাম, বাংলাটপনিউজ২৪.কম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here