নারায়ণগঞ্জ বন্দরে মা সমাবেশ অনুষ্ঠিত !

0
83

নারায়ণগঞ্জ বন্দর প্রতিনিধি: বন্দর ৯নং কলোনী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কোমলমতি শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় বন্দর শাহী মসজিদস্থ অত্র প্রতিষ্ঠানের ৩য় তলার হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯নং কলোনী সরকারী প্রাথমিক বিদ্যা-লয়ের সভাপতি তথা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি নাজমুল হাসান আরিফ। অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আব্দুল হালিম মাষ্টারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাসিক ২১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শাহিন মিয়া।

বিদ্যালয়ের প্রবীন শিক্ষিকা রিজিয়া পারভীনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন গভর্নিং বডির সদস্য সাংবাদিক শেখ আরিফ, শিক্ষক আব্দুর রব লাবু, কামাল সিকদার, খোকন মাষ্টার প্রমূখ।

মা সমাবেশে বক্তারা শিক্ষার্থীদের অভিভাবকদের উদ্দেশ্য করে গুরুত্বপূর্ণ উপদেশ দেন এবং পাঠদানে মায়েদের দায়িত্ব সম্পর্কে আরো সচেতন হতে আহ্বান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here