নারায়ণগঞ্জ বন্দর প্রতিনিধি: বন্দরে ২’শ ৫০ গ্রাম গাঁজাসহ বানু বেগম (৪২) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
গত ২১ মার্চ সোমবার রাতে বন্দর থানার ধামগড় ইউনিয়নের সেনেরবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ওই নারী মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়। আটককৃত মাদক ব্যবসায়ী বানু বেগম বন্দর থানার ধামগড় ইউনিয়নের সেনের বাড়ি এলাকার মোস্তফা মিয়ার স্ত্রী বলে জানা গেছে।
এ ব্যাপারে বন্দর থানার উপ-পরিদর্শক মেহেদী হাসান বাদী হয়ে আটককৃত মহিলা মাদক ব্যবসায়ী বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে।
পরে পুলিশ আটককৃত মহিলা মাদক ব্যবসায়ী বানু বেগমকে ওই মামলায় মঙ্গলবার সকালে আদালতে প্রেরণ করেছে।