নারায়ণগঞ্জ বন্দরে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধনে- এম এ রশীদ

0
175
Exif_JPEG_420
নারায়ণগঞ্জ বন্দর প্রতিনিধি: নারায়ণগঞ্জ বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য অগত রোগিদের শেভায় কোন ধরনের অবহেলা হলে তা ছাড় দেওয়া হবে না সে যেই হোক।
বিভিন্ন এলাকা থেকে রোগিরা অনেক আশা করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য এসে তাদের হয়রানীর শিকার হতে হয় আমার কাছে সংবাদ আছে, ১৯ ডিসেম্বর (শনিবার) সকালে বন্দর উপ জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন অনুষ্ঠানে বন্দর উপজেলার চেয়ারম্যান ও বন্দর থানা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ এম এ রশীদ এ কথা বলেন।
তিনি আরো বলেন, চেয়ারম্যান হয়েছি বন্দর বাসীর শেভা করার জন্য আর আমার বন্দর বাসী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য এসে তাদের হয়রানী হতে হয় তবে আমার চেয়ারম্যান থাকার কি মানে হলো তাই সকলের উদ্যেশে বলি আপনারা ঠিক হয়ে যান তা না হলে ফল ভালো হবে না।
নারায়ণগঞ্জ বন্দর উপজেল স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্র্মকতা ডা: মেহবুবা সাঈদের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, দৈনিক নারায়ণগঞ্জের আলো পত্রিকার প্রকাশক ও ডিবিসি টিভি, দৈনিক যুগান্তর পত্রিকার জেলা প্রতিনিধি মো: রাজু আহম্মেদ, বন্দর প্রেসক্লাবের সভাপতি মোবারক হোসেন খান কমল, ডা: আলা উল কবির দিপু, ডা: ইসরাত জাহান শিলা, ডা: হিরা আফরোজ, ডা: রোকেয়া, নাহিদ রায়হান প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here