নারায়ণগঞ্জ বন্দর প্রতিনিধি: নারায়ণগঞ্জ বন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কুটক্তি মন্তব্যকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত।
৩০ ডিসেম্বর (শুক্রবার) বিকেলে বন্দর ১নং খেয়াঘাটে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বন্দর থানা যুবলীগ নেতা খান মাসুদের নেতৃত্বে মিছিলটি বন্দর ১নং খেয়াঘাট থেকে শুরু করে ২২ নম্বর ওয়ার্ডের প্রধান সড়ক প্রদিক্ষণ করে বন্দর প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। বন্দর প্রেসক্লাবের সামনে বন্দর থানা মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের সদস্য আকিব হাসান রাজুর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে খান মাসুদ বলেন, স্বাধীনতাবিরোধী সব অপশক্তি রুখে দিতে বন্দর থানা যুবলীগ সব সময় প্রস্তুত আছে। বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে জামাত-বিএনপির সব বাধা মোকাবিলা করতে আমরা প্রস্তুত আছি।
নারায়ণগঞ্জ গনমানুষের নেতা একেএম শামীম ওসমানের নির্দেশে আমরা বন্দর থানা যুবলীগ প্রস্তুত রয়েছি, যখন আমাদের নির্দেশ দিবে নারায়ণগঞ্জ জেলা যুবলীগের কর্নধার এহসানুল হাসান নিপু ভাই, বন্দরে আওয়ামী লীগের অভিভাবক এম এ রশিদের নেতৃত্বে রাজপথে থাকবো ইনশাআল্লাহ।
এসময় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন, আমিন আবাসিক এলাকা পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক মোঃ লুৎফর রহমান, র্যালী আবাসিক এলাকা পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক ও ২২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী গোলাম সারোয়ার সবুজ, বন্দর থানা মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের আহ্ধসঢ়;বায়ক মো. মাসুম আহমেদ, বন্দর থানা যুবলীগ নেতা ডালিম হায়দার, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সদস্য বাপ্পি পাঠান, বিশিষ্ট ব্যবসায়ী খায়রুল আলম সুজন, যুবলীগ নেতা উজ্জ্বল আহমেদ, উজ্জ্বল আলী, বুলবুল, জুয়েল ঘোষ, সোহেল চৌধুরী, নুর হোসেন নুন্না, শাওন, অনিক, পাভেল, মাসুদ প্রমুখ।