নারায়ণগঞ্জ বন্দরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

0
241
নারায়ণগঞ্জ বন্দর প্রতিনিধি: স্বাস্থ্য বিধি মেনে যথা যোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযান করেছে বন্দর উপজেলা প্রশাসন। গত ১৬ ডিসেম্বর বুধবার সূর্যোদয়ের সাথে সাথে বন্দর সমরক্ষেত্রে ৩১ বার তোপধ্বণী মাধ্যমে বিজয় দিবসে সূচনা শুরু হয়।  সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি ও বেসরকারি স্বায়ত্বশাসিত সংস্থা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, শিল্প করল-কারখানা ও ব্যাক্তিগত ভবন সমূহে জাতীয় পতাকা উত্তেলন করা হয়।
সকাল সাড়ে ৮টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন বন্দর উপ জেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার, উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ এম.এ. রশীদ ও সহকারি (ভ’মি) কমিশনার আসমা সুলতানা নাসরিন, বন্দর থানার অফিসার ইনর্চাজ ফখরুদ্দীন ভূইয়া, বন্দর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে সাবেক ডেপুটি কমান্ডার বীরমুক্তি যোদ্ধা আব্দুল লতিফ, বন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আরহাজ¦ কাজিম উদ্দিন প্রধান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সানাউল্ল্যাহ সানু ও বন্দর প্রেসক্লাবের প্রধান উপদেষ্ট জি.এম. মাসুদ, সরদার মোহাম্মদ আলিম, বন্দর প্রেসক্লাবের সহ-সভাপতি কবির হোসেন সাধারন সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকী, দপ্তর ও প্রচার সম্পাদক মেহেবুব হোসেন, সদস্য জি.এম. সুমন ও মেহেদী হাসান রিপনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরে কর্মকর্তা, বন্দর উপজেলা ও কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ।
পরে সকাল ১০টায় উপজেলা মিলনায়তনে মহান বিজয় দিবস ২০২০ উদযাপন উপলক্ষে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে মুক্তিযুদ্ধের চেতনা ধারন ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান এম.এ রশীদ বলেন, মুক্তিযুদ্ধার চেতন বাস্তবায়নের কারনে দেশ এখন এগিয়ে চলছে।
আমরা যোদ্ধ করেছি গনতন্ত্র আদায় করার জন্য। মুক্তিযুদ্ধ সৃষ্টি না হলে মুক্তিযোদ্ধা সৃষ্টি হতো না। সরকারের প্রতি জনগনের আস্থা ও প্রত্যাশা অনেক বেশী। বন্দর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন বন্দর উপজেলা সহকারি (ভূমি) কমিশনার আসমা সুলতানা নারসরিন, বন্দর থানা অফিসার ইনর্চাজ ফখরুদ্দীন ভূইয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সানা উল্ল্যাহ সানু ও মহিলা ভাইস চেয়ারম্যান সালিমা হোসেন শান্তা প্রমুখ। বাদ জোহর স্ব স্ব ধর্মীয় প্রতিষ্ঠানে জাতির শান্তি,সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
এবং হাসপাতাল, এতিম খানা ও ল্লিাহ বোডিং উন্নত মানের খাবার বিতরণ করা হয়। এ ছাড়াও বন্দর সিরাজ দৌল্লা ক্লাব মাঠে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এ ছাড়াও মহান বিজয় দিবস উপলক্ষে দক্ষিন ঘার মোড়া আইডিয়াল ক্লাবের উদ্যোগে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন বন্দর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ¦ কাজিম উদ্দিন প্রধান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here