নারায়ণগঞ্জ বন্দরে মামলার ১৮ দিন পার হলেও ধরা ছোয়ার বাইরে আসামীরা !

0
86

নারায়ণগঞ্জ বন্দর প্রতিনিধি: নারায়ণগঞ্জ বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন মামলার ১৮ দিন পার হলেও ধরা ছোয়ার বাইরে আসামীরা। মাদ্রাসার ছাত্রী(১৩) অপহরণের ঘটনায় ছাত্রীর মা নাজমা বেগম বাদি হয়ে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে ১৩ জুলাই মামলা করেন মামলা নং ২০(৭)২২।

এ ব্যপারে নাজমা বেগম বলেন, নবীগঞ্জ পদুঘর এলাকার আ: হালিম মিয়ার ছেলে সোহাগ(১৭) আমার মেয়েকে মাদ্রাসায় যাওয়া আসার পথে বিভিন্ন সময় প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলো ৩ জুলাই আমার মেয়ে তার বড় বোনের বাড়ি যাওয়ার পথে নবীগঞ্জ কুশিয়ারা থেকে জোর পূর্বক উঠাইয়া নিয়ে যায়।

৭জুলাই আমার মেয়ে কৌশলে পালাইয়া আসিয়া আমাদেরকে উক্ত ঘটনার বিষয়টি বলে। আমরা জানতে পেরে বন্দর থানায় গিয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করি।

মামলার সংবাদ পেয়ে ছেলের বাবা ও মাসহ আমার মেয়েকে একা পেয়ে ১৯ জুলাই জোর পূর্বক উঠাইয়া নিয়ে যায়। এখন পযন্ত আমার মেয়ের কোন খোজ পাচ্ছিনা। আমি প্রশাসনের কাছে অনুরোধ করি আমার মেয়েকে উদ্ধার করে আসামীদের গ্রেফতার করা হোক।

এব্যপারে বন্দর থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, মামলার আসামীদের গ্রেফতারের অভিযান চলমান। যত দ্রুত সম্বপ তাদের গ্রেফতার করা হবে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here