Home ঢাকা বিভাগ নারায়ণগঞ্জ বন্দরে নির্বাচনকে ঘিরে ভোটারদের উৎসব আমেজ !
মো: সহিদুল ইসলাম শিপু : নারায়ণগঞ্জ বন্দর উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের আসন্ন র্নিবাচনের আর মাত্র ১ মাস ৬ দিন বাকি।
নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসচ্ছে ভোটারদের মাঝে উৎসব আমেজ তত বৃদ্ধি পাচ্ছে। প্রার্থীদের প্রচার প্রচারনায় মুখরিত হয়ে উঠেছে বন্দরের ৫টি ইউনিয়ন।
চেয়ারম্যান প্রার্থী ও মেম্বার প্রার্থীরা রোদ বৃষ্টি উপেক্ষা করে ভোটার দের ধারে ধারে এসে ভোট ভিক্ষা করতে এখন থেকেই তাদেরকে দেখা যাচ্ছে।
বন্দর উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, বন্দর উপ জেলার ৫টি ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ১ লাখ ২২ হাজার ২’শ ২৬ জন।
এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা হলো ৬২ হাজার ৪’শ ২৬ জন ও মহিলা ভোটার সংখ্যা হলো ৫৯ হাজার ৮’শ জন। বন্দরে ৫টি ইউনিয়ন পরিষদের ৫৪টি ভোট কেন্দ্রে এই ভোট গ্রহন অনুষ্টিত হবে।
বন্দরে ৫টি ইউনিয়ন পরিষদের মধ্যে কলাগাছিয়া ইউনিয়ন পরিষ-দের মোট ভোটার সংখ্যা হলো ৩৭ হাজার ৯’শ ৭৪ জন। পুরুষ ভোটার সংখ্যা হলো ১৯ হাজার ৩শ ১৮ জন ও মহিলা ভোটার সংখ্যা হলো ১৮ হাজার ৬’শ ৫৬ জন।
বন্দর ইউনিয়ন পরিষদের মোট ভোটার সংখ্যা হলো ২৫ হাজার ৪৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা হলো ১২ হাজার ৬’শ ৬২ জন ও মহিলা ভোটার সংখ্যা হলো ১২ হাজার ৩’শ ৮৬ জন। ধামগড় ইউনিয়ন পরিষদের মোট ভোটার সংখ্যা হলো ২১ হাজার ৬’শ ৭৯ জন।
এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা হলো ১০ হাজার ৭’শ ৯৬ জন ও মহিলা ভোটার সঙখ্যা হলো ১০ হাজার ২’শ ২৮ জন। মুছাপুর ইউনিয়ন পরিষদের মোট ভোটার সংখ্যা হলো ২১ হাজার ৬’শ ৭৯ জন।
এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা হলো ১১ হাজার ১’শ ৫২ জন ও মহিলা ভোটার সংখ্যা হলো ১০ হাজার ৫’শ ২৭ জন। মদনপুর ইউনিয়ন পরিষদের মোট ভোটার সংখ্যা হলো ১৬ হাজার ৫’শ ১ জন ।
এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা হলো ৮ হাজার ৪’শ ৯৮ জন ও মহিলা ভোটার সংখ্যা হলো ৮ হাজার ৩ জন।
গত মঙ্গলবার বিকেল পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী জানা গেছে ৫টি ইউনিয়ন পরিষদের আসন্ন ইউপি র্নিবাচনে চেয়ারম্যান পদে কলা গাছিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচনে হাজী দেলোয়ার হোসেন প্রধান, আলহাজ¦ কাজিম উদ্দিন, গোলাম মোস্তফা সাগর ও হাজী সাহাবুদ্দিন, বন্দর ইউনিয়ন পরিষদের নির্বাচনে এহসান উদ্দিন ও জাহাঙ্গীর আলম, ধামগড় ইউনিয়ন পরিষদে নির্বাচনে আলমাছ ভূইয়া, হাতেম খন্দকার, মাছুম আহাম্মেদ, আজিজুল হক ও সাই ফুল ইসলাম, মুছাপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে মাকসুদ ও মজিবর এবং মদনপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে আলহাজ¦ এম.এ সালাম. মাজাহারুল ইসলাম হিরন, আরজু রহমানভ’ইয়া, শেখ রুহুল আমিনের নাম ব্যাপক ভাবে শুনা যাচ্ছে।
আগামী ১১ নভেম্বর র্নিবাচন অুষ্ঠিত হবে। কে হবে ৫টি ইউনিয়নের চেয়ার ম্যান এ নিয়ে চলছে প্রার্থী ও ভোটারদের মাঝে চলছে নানা জল্পনা কল্পনা।