নারায়ণগঞ্জ বন্দরে পশুর হাটের ইজারাদারদের সাথে মত বিনিময় সভা

0
78

নারায়ণগঞ্জ বন্দর প্রতিনিধি: কোরবানী পশুর হাট ইজারাদারদের সাথে বন্দর থানা প্রশাসেনের আইন শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (৪ জুলাই) রাত ৮টায় বন্দর থানা অডিটরিয়ামে বন্দরে ১৩টি পশুর হাট ইজারাদারদের সাথে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মত বিনিময় সভায় বন্দর থানার অফিসার ইনর্চাজ দীপজ চন্দ্র সাহা পশুর ইজারাদারদের উদ্দেশ্যে বলেন, প্রশাসনের নিয়মনিতী মেনে আপনারা পশুর হাট চালাবেন। কোন প্রকার অনৈতিক কর্মকান্ড আমরা বরদাস করব না। এক হাটের গরু জোর প্ধূসঢ়র্;ব ভাবে আরেক হাটে তোলা যাবে না। আসন্ন কোরবানী ঈদকে সামনে রেখে বন্দরে সবগুলো হাটে পুলিশের নজরধারী বাড়ানো হয়েছে।  কোন রকমের সমস্যা হলে তাৎক্ষনিক আমাদেরকে জানাবেন।

পুশুর হাটে আগত ক্রেতা ও বিক্রেতাদের সার্বিক নিরাপত্তা দিতে বন্দর থানা পুলিশ বেশ তৎপর। মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন বন্দর থানার পুলিশ পরিদর্শক মহসিন, বন্দর থানার সেকেন্ড অফিসার এসআই সাইফুল আলম পাটুয়ারী, বন্দর থানার ১৯ নং ওয়ার্ডস্থ সামিট পাওয়ার প্লান্টের পশুর হাট ইজারাদার মোহাম্মদ আব্দুল কাদের মাহমুদ, ২০ নং ওয়ার্ড সোনাকান্দা পশুর হাট ইজারাদার তোফাজ্জল হোসেন, ২১ নং ওয়ার্ডের স্কুল ঘাট পশুর হাট ইজারাদার মোহাম্মদ মমিন, ২৩ নং ওয়ার্ড লতিফ হাজী মোড় পশুর হাট ইজারাদার শফিকুল ইসলাম, একই ওয়ার্ডের বন্দর সমরক্ষেত্র হাট ইজারাদার বীরমুক্তিযোদ্ধা কমান্ডার হাজী আব্দুল লতিফ, ২৪ নং ওয়ার্ডনবীগঞ্জ গুদারঘাট হাট ইজারাদার শফিউল্ল্যাহ, একই ওয়ার্ডের কাইতাখালি পশুর হাট ইজারাদার আব্দুর রশিদ, ২৪ নং ওয়ার্ড বক্তারকান্দী পশুর হাট ইজারাদার বোরহান উদ্দিন, বন্দর উপজেলার লাঙ্গলবন্ধ পশুর হাট ইজারাদার মাহমুদুল হাসান শুভ, মদনপুর ইউনিয়নের ফুলহর পশুর হাট ইজারাদার ওয়াহিদুজ্জামান, কলাগাছিয়া ইউনিয়নের ফরাজীকান্দা পশুর হাট ইজারাদার হাজী নাজিম উদ্দিন প্রধান, কলাগাছিয়া ইউনিয়নের মোহনপুর পশুর হাট ইজারাদার মোঃ আসিফ ও বন্দর ইউনিয়নের তিনগাও পশুর হাট ইজারাদার রাহাত হোসেন তানজিল প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here