নারায়ণগঞ্জ বন্দর প্রতিনিধি: নারায়ণগঞ্জ বন্দরে কিশোর গ্যাং এর দৌরত্ব কমাতে ও এদের সন্ত্রাসী কর্মকান্ড ঠেকাতে বন্দর থানার নবগত অফিসার ইনর্চাজ ফখরুদ্দিন ভূইয়ার র্নিদেশে মাঠে নেমেছে পুলিশ। এর ধারাবাহিকতায় গত ১৮ আগষ্ট মঙ্গলবার ও ১৯ আগষ্ট বৃহস্পতিবার বিকেলে বন্দর উপজেলার সাবদীসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৬ জন কিশোরকে আটক করা হয়। পরে পুলিশ আটককৃত কিশোরদের কাছ থেকে মুচলেকা নিয়ে তাদের পরিবারের জিম্মায় আটককৃতদের থানা থেকে ছেড়ে দেওয়া হয়।
আটককৃত কিশোররা হলো বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের মহনপুর এলাকার রিপন মিয়ার ছেলে মিনহাজুল ইসলাম (১৮) কল্যান্দী এলাকার কবির উদ্দিন মিয়ার ছেলে স¤্রাট (১৬) রুপালী আবাসিক এলাকার শেখ আহাম্মদ মিয়ার ছেলে রায়হান (১৭) একই এলাকার শওকত আলী মিযার ছেলে নাইমুর হাসান পলক (১৮) মাহমুদনগর এরাকার আব্দুল ছোবাহান মিয়ার ছেলে শরিফ (১৭) একই এলাকার মৃত সালাম মিয়ার ছেলে নাহিম (১৮) একই এলাকার মোহাম্মদ হোসেন মিয়ার ছেলে রাব্বি (১৮) একই এলাকার আবুল হোসেন মিয়ার ছেলে রাকিব (১৮) উক্ত এলাকার মৃত বিল্লাল হোসেন মিয়ার ছেলে (১৮) আজিজুর মিযার ছেলে সাজ্জাদ (২২) স্বপন মিয়ার ছেলে আমির হোসেন (২৫) নুর মোহাম্মদ মিযার ছেলে শুভ (২৩) একই এলাকার তুহিন (২১) ইসমাইল (২০) শরিফ (২৩)।
এ ব্যপারে বন্দর থানার নবগত অফিসার ইনর্চাজ ফখরুদ্দীন ভূইয়া গনমাধ্যমকে জানান, কিশোর গ্যাং এর দৌরত্ব কমাতে ও তাদের আড্ডাস্থল ভেঙ্গে দিতে বন্দর থানা পুলিশের অভিযান অব্যহত রয়েছে। গত ২ দিনে বন্দরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৬ জন কিশোরকে আটক করি। আটককৃতরা সবাই শিক্ষার্থী থাকার কারনে পরিবারের জিম্মায় আটককৃতদের থানা থেকে ছেড়ে দেওয়া হয়।