নাট্যকার পরিচালক শিমুল সরকারের উপর আবারও হামলা

0
313

গত ৭ জানুয়ারি জাতীয় নির্বাচনের দিন নাট্যকার পরিচালক শিমুল সরকারের ওপরে যে হামলা হয়েছিল তার ধারাবাহিকতায় আজ আবার হামলা হয়েছে। এতে তার চাচাত ভাই গ্যাদা জখম হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে মিটিং শেষ করে অটো যোগে শাহদৌলা সরকারি কলেজের অধ্যক্ষের সাথে দেখা করতে গেলে এই ঘটনা ঘটে। নির্মাতা শিমুল সরকার কলেজের অফিস রুমে ঢুকে গেলে আক্রমনের চেষ্টা চলে।

আক্রমণ প্রতিহত করতে গিয়ে এতে তার চাচাত ভাই গ্যাদার হাত ও শরীরে জখম হয়। টেবিলের ভাঙ্গা পায়া হাতে কয়েকজন এই আক্রমণ করে। দ্রুতই ঘটনাস্থলে মানুষ জমে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যান।

এ ব্যাপারে বাঘা থানায় দুটি আলাদা জিডি করা হয়েছে বলে জানা গেছে। নির্মাতা শিমুল সরকার জানান, তিনি এখন প্রাণের শংকায় আছেন। ঘটনাস্থলের পাশে সেই সময় নির্বাচনের দিন হামলাকারী শাহীনকে দেখা গেছে বলেও জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here