নিজকে শুধুমাত্র নারী হিসেবে দেখি না-কঙ্কনা সেনশর্মা !

0
97
Indian Bollywood actress Konkona Sen Sharma poses for a photo during a press conference for the promotion of upcoming Hindi film ‘Ek Thi Daayan’ in Mumbai on April 5, 2013. AFP PHOTO/ STR (Photo credit should read STRDEL/AFP/Getty Images)

নিজকে শুধুমাত্র নারী হিসেবে দেখেন না কঙ্কনা সেনশর্মা। তিনি নিরপেক্ষতাতেই বিশ্বাস করেন। উভ-লিঙ্গ হিসেবেই নিজেকে ভাবতে পছন্দ করেন অভিনেত্রী। এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে একথা জানিয়েছেন তিনি।

বরাবর নিজের শর্তে বাঁচতে ভালবাসেন কঙ্কনা। লিঙ্গবৈষম্যে কোনওকালেই বিশ্বাস করেন না। সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি বলেন, “আমি নিজেকে শুধু একজন নারী হিসেবে দেখি না। একজন সম্পূর্ণ নিরপেক্ষ মানুষ হিসেবে দেখি।

লিঙ্গ একটি শেখানো ধারণা যার সঙ্গে আমি নিজেকে রিলেট করতে পারি না। এমন কী যখন আমাকে কোনও সিনেমায় খুব মেয়েলি হতে হয়, তখন আমাকে সেই আদব কায়দা শিখতে হয়।

একজন মহিলা, পুরুষ বা অন্য লিঙ্গের হওয়ার নির্দিষ্ট কোনও পদ্ধতি নেই। আমি সব সময় উভলিঙ্গের মতো অনুভব করি। তার মা অপর্ণা সেন  এবং বাবা মুকুল শর্মা দু’জনেই মুক্ত চিন্তাধারার মানুষ। সেই মানসিকতা নিয়েই বড় হয়েছেন কঙ্কনা।

নিজের ছেলে হারুণকেও একই শিক্ষা দিচ্ছেন বলে জানান কঙ্কনা। আটের দশকে ‘ইন্দিরা’ ছবিতে শিশুশিল্পী হিসেব অভিনয় করেছিলেন কঙ্কনা। পরে ‘এক যে আছে কন্যা’ সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে সফর শুরু করেন।

মায়ের পরিচালনায় ‘মিস্টার অ্যান্ড মিসেস আইয়ার’ ছবিতে অভিনয় করে সেরা অভিনেত্রীর জাতীয় পুরস্কার পান। বলিউডের একাধিক ছবিতে অভিনয় করেছেন কঙ্কনা।

শুধু অভিনেত্রী নয়, পরিচালক হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ২০২১ সালে অপর্ণা সেন পরিচালিত ‘দ্য রেপিস্ট’ ছবিতে দেখা গিয়েছিল তাঁকে। তিনি, মনোজ বাজপেয়ীর সঙ্গে একটি ওয়েব সিরিজে অভিনয় করছেন ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here