নিখোঁজের ২দিন পর মহানন্দা থেকে লাশ উদ্ধার

0
76

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নিখোঁজের ২দিন পর মহানন্দা নদী থেকে একটি গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের গৌরিপুর মহানন্দা ঘাট থেকে তার লাশ উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া মৃত ব্যক্তি ভোলাহাট উপজেলার দলদোলী ইউনিয়নের ময়ামারি গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে এরফান আলী (৭০)। নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল ৩ টার দিকে দলদলী ইউনিয়নের ময়ামারি মহানন্দা নদীতে গোসল করতে নেমে আর বাড়িতে ফিরে আসেন নি এরফান আলী।

ওইদিন পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করতে থাকে। পরে বৃহস্পতিবার গোমস্তাপুর উপজেলার বোয়া-লিয়া ইউনিয়নের গৌরিপুর মহানন্দা নদী থেকে পুলিশ লাশ উদ্ধার করেছে।

গোমস্তাপুর থানার ওসি আলমাস আলী সরকার জানান, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here