শাহিনুর ইসলাম প্রান্ত, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের আদিতমারী উপজেলায় নিখোঁজের এক দিন পর সতিনদী থেকে শাহিন মিয়া(৮) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরী দল।
সোমবার(১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সারপুকুর ইউনিয়নের খারুভাঁজ এলাকায় সতিনদী থেকে মরদেহ উদ্ধার করা হয়। সে ওই গ্রামের মমিনুর ইসলামের ছেলে।
আদিতমারী উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ নাজমুল সরকার জানান, রোববার দুপুরে বাড়ির পাশের সতিনদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় শিশু শাহিন মিয়া। অনেক খোঁজাখুঁজির করেও কোন সন্ধান মেলেনি। স্থানীয়দের খবরে ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে চেষ্টা করেও তার সন্ধান মেলাতে পারেনি।
অবশেষে সোমবার(১৯ সেপ্টেম্বর) দুপুরে রংপুর ফায়ার সার্ভিসের একটি ডুবুরী দল সতিনদীতে অভিযান চালিয়ে শিশু শাহিনের মরদেহ উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।