Home খেলাধূলা নীলদীপ্ত ফাউন্ডেশন বিজয় কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন !
শাহিনুর ইসলাম প্রান্ত [লালমনিরহাট]: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় নীলদীপ্ত ফাউন্ডেশন বিজয় কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার উপজেলার কলিম উদ্দিন চত্তরে এই ব্যাডমিন্টন টুর্নামেন্ট এইচ এম মমতাজুল মনোয়ার উদয়ের সভাপতিত্বে উদ্বোধন করেন সিংগিমারী ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু। এসময় উদ্বোধনী ম্যাচে ব্যাডমিন্টন টুর্নামেন্টে অংশগ্রহন করেন টিম ‘দৌড়’ ও ‘আহবান’।
এসময় উপস্থিত ছিলেন, পাটিপাড়া ইউপি চেয়ারম্যান মজিবুল আলম সাদাত, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জরজিস আলম দরদী, সিঙ্গিমারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাফিজুল্লাহ টাইফুন, হাতীবান্ধা মহিলা কলেজের অধ্যক্ষ মোতাহার হোসেন লাভলু, বীর মুক্তিযোদ্ধা জনাব আবুল কাশেম প্রমুখ।