নবীনগরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ীতে প্রেমিকার অনশন !

0
173

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিয়ের দাবিতে প্রেমিক সাকিবুল ইসলাম (২০) নামের এক যুবকের বাড়িতে অনশনে বসেছেন এক কিশোরী (১৬)।

শনিবার (১ অক্টোবর) রাতে মেয়েটি উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের লাউর ফতেহপুর গ্রামের সাকিবুলের বাড়িতে গিয়ে অবস্থান নেন। এরপর থেকেই সে অনশনে আছেন।

স্থানীয় বাসিন্দারা জানান,  শনিবার  থেকে বিয়ের দাবিতে অনশন করছে কিশোরী। এর আগেও দুবার একই দাবিতে প্রেমিকের বাড়িতে গিয়ে ওঠে মেয়েটি। সেই সময় মেয়ের অভিভাবকরা তাকে সাকিবুলের সঙ্গে বিয়ের আশ্বাস দিয়ে বাড়িতে নিয়ে যান। কিন্তু দুই পরিবারের সদস্যরা বিষয়টি সমাধান করেননি।

অনশনরত কিশোরী বলেন, ‘দীর্ঘদিন ধরে সাকিবুলের সঙ্গে আমার প্রেমের সম্পর্ক। সাকিবুলের পরিবার আমাদের সম্পর্ক মেনে নিলেও আমার পরিবার তা মেনে নিচ্ছে না। বরং পারিবারিকভাবে আমাকে অন্যত্র বিয়ের জন্য চাপ দিতে থাকে।

তাই আমি নিজের ইচ্ছায় সাকিবুলের বাড়িতে এসে বিয়ের জন্য অনশন করছি। সাকিবুলের মা ফেরদৌসী বেগম বলেন, ‘আমরা চাই বিষয়টি সামাজিকভাবে সমাধান হোক।’ এ বিষয়ে কিশোরীর মা বলেন, ‘এবিষয়ে আমার স্বামী ও মেয়ের চাচারা মিলে সিদ্ধান্ত নেবেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here