নড়িয়ায় মোমবাতি থেকে পেট্রোলের দোকানে আগুন

0
113

শরীয়তপুর প্রতিনিধি ॥ বিদ্যুতের লোড শেডিংয়ের সময় মোমবাতির আলোয় চলছিল একটি জ্বালানী তেলের দোকান। এক পর্যায়ে মোমবাতি কাত হয়ে ডিজেলে ভিতর পড়ে গেলে জলে উঠে আগুন। ফায়ার সার্ভিসে খবর পেয়ে ঘটনাস্থলে আসতে গিয়ে আটকে যায় জ্যামে।

ততোক্ষণে পুড়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান। ফায়ার সার্ভিস ও বাজারের ব্যবসায়ীদের সাথে কথা বলে জানাগেছে, শরীয়তপুরের নড়িয়া উপজেলার গাগরিজোরা বাজারে আইয়ুব আলী গাজীর জ্বালানী পদার্থের ব্যবসা রয়েছে।

২০ জুলাই বুধবার রাত পৌনে আটটার দিকে বিদ্যুতের লোডশেডিং পড়লে দোকানে মোমবাতি জালায় আইয়ুব আলী গাজী।

এক পর্যায়ে মোমবাতি কাত হয়ে ডিজেলের ভিতরে পড়ে গিয়ে আগুন জ্বলে উঠে। তখন দোকানের ভিতরে থাকা পেট্রোল, ডিজেল ও মবিলের ব্যারেল উত্তপ্ত হয়ে ফুটতে থাকে।

এতে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। তখন পাশবর্তী মোতালেব খান ও সামসুল হক গাজীর দোকানের আংশিক ক্ষতি হয়। আগুনে পুড়ে প্রায় ৫ লক্ষাধিক টাকা পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করা হয়েছে।

শরীয়তপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক মো. আমজাদ হোসেন বলেন, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা হই। পথিমধ্যে কোটাপাড়া ব্রিজে যানজটে পড়ে ঘটনাস্থলে পৌঁছতে কিছুটা বিলম্ব হয়।

একপর্যায়ে আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। একটি জ্বালানী তেলের দোকান পুরোপুরি ও দুইটি দোকান আংশিক আগুনে পুড়েছে। এতে প্রায় ৫ লক্ষাধিক টাকা পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হয়েছে। এই ঘটনায় কোন হতাহত হয়নি।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here