নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাইশা মমতাজ মীমের দাফন সম্পন্ন !

0
66

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাইশা মমতাজ মীমের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (১ এপ্রিল) সন্ধ্যায় জানাজা শেষে গাজীপুরের কালিয়াকৈরের মৌচাকে গ্রামের বাড়ির পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।

আজ শুক্রবার সকালে রাজধানীর খিলক্ষেত এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হন মীম। এ খবর এলাকায় পৌঁছালে শোকের ছায়া নেমে আসে। তার শিক্ষক, সহপাঠী, আত্মীয়-স্বজন এবং স্থানীয়রা ছুটে আসেন গ্রামের বাড়িতে।

বিকেলে মরদেহ মৌচাকে পৌঁছানোর পর স্বজনরা কান্নায় ভেঙে পড়েন।জানা গেছে, মাইশা মমতাজ মীম বাবা-মায়ের বড় মেয়ে। তার বাবা নুর মোহাম্মদ মামুনের প্রতিষ্ঠিত গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক আইডিয়াল পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পাস করে ভর্তি হন নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ে। সেখানে তিনি ইংরেজি বিভাগের ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।

মীমের স্কুলশিক্ষক আবুল কালাম বলেন, সে অত্যন্ত মেধাবী শিক্ষার্থী ছিল। দুইবোনের মধ্যে মীম বড়। তার ছোট বোন রৌদোসী মমতাজ মৌ উত্তরা রাজউক কলেজে এইচএসসিতে পড়াশোনা করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here