নতুন বছরকে চুটিয়ে উপভোগ করছেন দিশা পটানি। নতুন বছরের ছুটি কাটাতে মালদ্বীপ গেছেন দিশা পটানি, সঙ্গে রয়েছেন টাইগার শ্রফ যিনি কিনা দিশার বয়ফ্রেন্ড বলেও বেশ গুজব রয়েছে। হ্যাঁ টাইগার শ্রফ এবং দিশা পটানির জন্য ছুটি কাটানোর একেবারে আদর্শ জায়গা মালদ্বীপ।
দিশা পটানি তার অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মালদ্বীপে বেড়ানোর একাধিক ছবি শেয়ার করেছেন। ছবিগুলিতে শুধু দিশাকেই নয়, মালদ্বীপেরও অসাধারণ সৌন্দর্য্য ফুটে উঠেছে। বেশিরভাগ সেলিব্রিটিই ছুটি কাটানোর জায়গা হিসেবে মালদ্বীপকে বেছে নেন, সেক্ষেত্রে দিশাও তার ব্যতিক্রম নন।
মালদ্বীপের দৃষ্টিনন্দন পরিবেশ উপভোগ করছেন দিশা। নিজের হটনেসের জন্য বরাবই পরিচিত বলিউড অভিনেত্রী দিশা পটানি। সোশ্যাল মিডিয়াতে সবসময় অ্যাক্টিভ থাকা দিশা নিজের একটি হট ছবি শেয়ার করে ক্রিসমাস উইশ করেছিলেন তার ভক্তদের।
বছরের শেষে এবং নতুন বছরের শুরুতেও তার ব্যতিক্রম হয়নি। দিশা নতুন বছরের প্রথম দিনই নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই হট ছবিটি শেয়ার করে ফলোয়ার্সদের জিজ্ঞেস করেন, কারা কিভাবে নতুন বছর সেলিব্রেট করছেন। এই ছবিতে দিশাকে হট এবং সেক্সি লাগছে।