নোয়াখালী পৌর এলাকায় বাসায় ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা!

0
202

নোয়াখালী পৌর এলাকায় বাসায় ঢুকে এক নারী ও তার মেয়েকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।পৌরসভার গুপ্তাংকের বার্লিংটন মোড় সংলগ্ন একটি বাসায় বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় স্থানীয়রা একজনকে ধরে পুলিশের কাছে হস্তান্তর করেছে। নিহত দুজন নোয়াখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ফজলে আজিম কচির স্ত্রী নূর নাহার বেগম ও তার মেয়ে ফাতেমা আজিম প্রিয়ন্তী। প্রিয়ন্তী হরিনারায়ণপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) বিজয়া সেন স্থানীয়দের বরাত দিয়ে বলেন, জেলা শহরের বার্লিংটন মোড় এলাকার ফজলে আজিম কচি মিয়ার নিজ বাসার দ্বিতীয় তলায় স্ত্রী নূর নাহার ও স্কুলপড়ুয়া মেয়ে প্রিয়ন্তীকে দুর্বৃত্তরা বাসায় ঢুকে কুপিয়ে হত্যা করে।

নূর নাহারের মৃত্যু হয় ঘটনাস্থলে। প্রিয়ন্তীকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, হত্যার ঘটনায় স্থানীয় লোকজন একজনকে আটক করে পুলিশে সোপর্দ করে। নিহতের স্বামীসহ অন্য স্বজনরা তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের কোনো কারণ জানাতে পারেননি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here