অধ্যক্ষকে লাঞ্ছিত করার প্রতিবাদে মহানন্দা সেতুর টোল অবরোধ !

0
38

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ চাঁপাইনবাবগঞ্জের পলিটেকনিকের অধ্যক্ষ মাসুদর রহমানকে লাঞ্ছিত করার প্রতিবাদে মহানন্দা সেতুর টোল প্লাজা অবরোধ করে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।

শুক্রবার দুপুর ১টার সময় পলিটেকনিকের শত শত শিক্ষার্থী টোল প্লাজায় অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেয়। এতে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ে।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, পলিটেকনিকের অধ্যক্ষ মাসুদুর রহমান টোলপ্লাজায় গাড়িতে উঠার সময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে টোল প্লাজার কর্তৃপক্ষের সাথে কথাকাটাকাটি হয়।

এসময় অধ্যক্ষকে লাঞ্ছিতের অভিযোগ তুলেন শিক্ষার্থীরা। এক ঘন্টা পর পুলিশ ও পলিটেকনিকেরশিক্ষকেরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আবারো যান চলাচল স্বাভাবিক হয়।

এদিকে, মহানন্দা টোল প্লাজার ম্যানেজার ফাহিম রহমান জানান, সব সাধারণ গাড়ির মত অধ্যক্ষ সাহেবের গাড়িটি টোল আদায়ের জন্য দাঁড় করানো হয়।

পরবর্তীতে অধ্যক্ষ তার পরিচয় দিলে তাঁকে আমরা জানাই, আপনার গাড়িটি ছাড় পাবে কি পাবে না সেটি আমাদের উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে কথা বলে জানানো হবে। এরপর তার কাছে টোল না নিয়ে তার গাড়ি ছেড়ে দেয়া হয়।

পরবর্তীতে শিক্ষার্থীরা হঠাৎই এসে কোন কথা ছাড়াই টোল প্লাজায় অবরোধ করে কার্যক্রম বন্ধ করে দেয়। এতে আমাদের ১ ঘন্টায় টোল আদায় বন্ধ হয়ে পড়লে প্রায় ১ লাখ টাকা টোল আদায় ব্যাহত হয়। বিষয়টি নিশ্চিত করেন, চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ একে এম
আলমগীর জাহান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here