অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা চেক পেলেন

0
93

শরীয়তপুর প্রতিনিধি ॥ গোসাইরহাটের হাটুরিয়া বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের মাঝেআর্থিক সহয়তার চেক ও চাল বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার কাফী বিন কবির তার অফিস কক্ষ থেকে এই চেক ও চাল বিতরণ করেন। কক্ষতিগ্রস্থ’ প্রত্যেক ব্যবসায়ীকে ৭ হাজার ৫০০ টাকার চেক ও ৩০ কেজি করে চাল দেয়া হয়েছে।

এই সময় গোসাইরহাট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাহমিনা আক্তার চৌধুরী, নলমুড়ি ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন। চেক বিতরণ কালে উপজেলা নির্বাহী অফিসার কাফী বিন কবির বলেন, প্রাকৃতিক দূর্যোগ ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ মানুষকে প্রধানমন্ত্রীর তহবিল হতে সহায়তা দেওয়ার ব্যবস্থা আছে।

সেই তহবিল থেকে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ২৫ ব্যবসায়ীকে সহায়তা প্রদান করা হলো। এছাড়াও জরুরী দুর্যোগ মোকাবেলায় উপজেলা প্রশাসন প্রস্তুত রয়েছি। উল্লেখ্য, গত ২৯ জুন রাতে গোসাইরহাটের হাটুরিয়া বাজারে অগ্নিকান্ডে ২৫টি দোকান পুড়ে যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here