অনিল মারান্ডী এর ৪র্থ মৃত্যু বার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা

0
37

জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির আয়োজনে আগামী ০৭ জানুয়ারি ২০২৩, সকালঃ ১০টায়, স্থানঃ পাঁচগাছিয়া লালমাটিয়া, কাঁকনহাট, গোদাগাড়ী রাজশাহীতে জাতীয় আদিবাসী পরিষদ এর প্রতিষ্ঠাতা সভাপতি অনিল মারান্ডী এর ৪র্থ মৃত্যু বার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

উক্ত শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও আলোচনা সভা জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয়, বিভিন্ন রাজনৈতিক ও সমাজিক সংগঠনের বিভিন্ন স্তরের নেতা বৃন্দরা উপস্থিত থাকবেন।

উল্লেখ্য, অনিল মারান্ডী সুদীর্ঘ সময় ধরে জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি দ্বায়িত্ব পালন করেছেন। অনিল মারান্ডী’র সংগ্রাম আদিবাসীদের বর্তমান রাজনৈতিক ও সমাজিক গুণগতমান পরিবর্তনে অগ্রণী ভূমিকা রাখেছেন। আদিবাসীদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি।

সমতল আদিবাসীদের জন্য পৃথক স্বাধীন ভূমি কমিশন ও মন্ত্রণালয় গঠনের আন্দোলন ও সংগ্রাম এবং সমতল অঞ্চলের আদিবাসীদের ঐক্যবদ্ধ আন্দোলন ও সংগ্রামের গড়ে তুলেন। এছাড়া সমতল অঞ্চলে জাতীয় আদিবাসী পরিষদ সুসংগঠিত করেন অনিল মারান্ডী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here