অনলাইনে সাপ্তাহিক সোনামসজিদ পত্রিকার ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

0
224
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে প্রকাশিত অন্যতম জনপ্রিয় পত্রিকা সাপ্তাহিক সোনামসজিদ এর ২০তম বর্ষপূর্তি উৎসব পালিত হয়েছে। ২০তম বর্ষের প্রথম সংখ্যা ও অনলাইন ভার্সন উদ্বোধনের মধ্য দিয়ে ৫ ডিসেম্বর শনিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা মিলনায়তনে ২০তম বর্ষপূর্তি উৎসবে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব মোঃ হারুনুর রশীদ।
সাপ্তাহিক সোনামসজিদ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোহাঃ জোনাব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ উৎসব অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নবাবগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাকিম ও সোনালী ব্যাংক নিউমার্কেট শাখার ব্যবস্থাপক নূর-ই আজম মোঃ খালেদ ইমতিয়াজ প্রমূখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাক হোসেন, মেসার্স লুনা ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী মোঃ রাইহানুল ইসলাম লুনা, ‘দৈনিক চাঁপাই দর্পণ’ এর সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জু, বিশিষ্ট ব্যবসায়ী ও জেলা ট্রেড এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব মোঃ শামসুল হক, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-১ মোঃ সাইদুর রহমান, কাউন্সিলর আব্দুল বারেক, চাঁপাইনবাবগঞ্জ স্বাধীন সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক এনামুল হক তুফান, ভোলাহাটের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব শাহজাহান আলী, হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহবুব জন, আজমাল হোসেন মামুন, নামো শংকরবাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আস লাম কবির, জেলা স্বাধীন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মোরশালিন, মডেল প্রেসক্লাবের সভাপতি আখতা রুজ্জামান, সাধারণ সম্পাদক মোঃ জারিফ হোসেন, সহ-সভাপতি মোঃ জমশেদ আলী, ল্যাব ওয়ান মেডিকেল সার্ভিসেস এন্ড হাসপাতালের প্রতিনিধি (ম্যানেজার) অহিদুল ইসলামসহ বীর মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
অনুষ্ঠানে কেক কেটে ২০তম বর্ষপূর্তি উৎসব ও অনলাইনের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি মোঃ হারুনুর রশীদ এমপি। ২০তম বর্ষপূর্তি উপলক্ষে পত্রিকাটি ২০ পৃষ্ঠায় প্রকাশিত হয়েছে এবং প্রতীকী হিসেবে অনুষ্ঠানে ২০ জনকে পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে লেখক, সাংবাদিক ও সুধীজনসহ শতাধিক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপস্থিত সকলেই সাপ্তাহিক সোনামসজিদ পত্রিকা ও অনলাইন ভার্সনের উত্তোরত্তর সাফল্য কামনা করেন। শেষে বিশেষ মোনা জাতের মধ্য দিয়ে বর্ষপুর্তি ও অনলাইন ভার্সনের উদ্বোধনের সমাপ্তি ঘোষণা করেন সভাপতি পত্রিকাটির সম্পাদক মোঃ জোনাব আলী।
উল্লেখ্য, পত্রিকাটির সফলতা কামনা করে চাঁপাই দর্পণ পত্রিকার সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জু, শিক্ষক নেতা আসলাম কবির, জেলা পরিষদ সদস্য আব্দুল হাকিম, মডেল প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সম্পাদক জোনাব আলীর হাতে ফুলের তোড়া তুলে দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here