অন্তিম যাত্রায় সৌমিত্র !

0
296
৪০ দিনের লড়াই শেষ। ক্যান্সারকে হারিয়ে একের পর এক ছবি উপহার দেওয়া সৌমিত্র যেন এবারটাও জিতেই ফিরবেন। এই আশাতেই বুক বাঁধছিলেন অগণিত ভক্ত।
সবকিছুরই একটা উপসংহার থাকে। সেভাবেই শেষ হয়ে গেল একটা অধ্যায়। জীবনের পরিসর ছাড়লেন বটে। বাঙালির মনে তিনি অবিনশ্বর। আজ রবিবার বেলা ১২ টা ২৫ নাগাদ অভিনেতার মৃত্যুর খবর ঘোষণা করে বেলভিউ হাসপাতাল কর্তৃপক্ষ।
এরপর দুপুর ২টোয় হাসপাতাল থেকে বের হয় সৌমিত্র চট্টোপাধ্যায়ের নিথর দেহ। সেখান থেকে সরাসরি দেহ পৌঁছে যায় গলফগ্রিন। যেটি কিনা সৌমিত্র চট্টোপাধ্যায়ের নিজের বাড়ি। ফিরলেন কিন্তু এভাবে যে ফিরবেন সেখানে তা কেউই বিশ্বাস করতে পারেননি।
এরপর শববাহী শকট পৌঁছে যায় টেকনিশিয়ান স্টুডিওতে। সেখানে রবীন্দ্রসদন। প্রায় কয়েক ঘন্টা শায়িত ছিল অভিনেতার পার্থিব শরীর। এরপর সেখান থেকে অন্তিম যাত্রা। কেওড়াতলা মহাশ্মশানের দিকে এই মুহূর্তে সৌমিত্রবাবুর পার্থিব শরীর। (সূত্র: কলিকাতা)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here