অর্পিতার বাসা যেন আলাদিনের চেরাগ!

0
194

আলমারিতে বস্তা বস্তা টাকা। ড্রয়ার ভর্তি স্বর্ণালঙ্কার। এমনকি বাথরুমেও টাকার বান্ডিল। এ যেন এক আলাদিনের চেরাগ। পশ্চিমবঙ্গের সাবেক শিক্ষামন্ত্রী ও বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে অভিযান চালিয়ে কোটি কোটি টাকা ও স্বর্ণালঙ্কার জব্দ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

বৃহস্পতিবার (২৮ জুলাই) টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, তল্লাশির শুরুতেই টালিগঞ্জের মতো অর্পিতার বেলঘড়িয়ার ফ্ল্যাটের আলমারিতেও বস্তায় বস্তায় টাকা পাওয়া যায়। এই ফ্ল্যাট থেকে ২৮ কোটি টাকা এবং ৫ কেজি সোনা ও রুপার অলঙ্কার জব্দ করা হয়। যার বাজার মূল্য ৪ কোটি ৩১ লাখ টাকা।

 

পশ্চিমবঙ্গের সরকারি চাকরির নিয়োগ পরীক্ষা কেলেঙ্কারিতে চাকরিপ্রার্থীদের কাছ থেকে ঘুষ বাবদ এ বিপুল অর্থ নেওয়া হয়েছিল বলে অভিযোগ। এর আগে তার টালিগঞ্জের ফ্ল্যাট থেকে নগদ ২১ কোটি ২০ লাখের বেশি রুপি, ৫৮ লাখ রুপি সমপরিমাণ বিদেশি মুদ্রা, ৭৯ লাখ রুপির স্বর্ণ উদ্ধার করে ইডি।

এছাড়া, তার ৪৫ কোটি রুপি মূল্যের একটি ইংরেজি মাধ্যম স্কুল, কলকাতা, শান্তিনিকেতন, নদীয়া, উত্তর ২৪ পরগনা জেলায় কয়েক শত বিঘা জমি, বাংলো, বাগানবাড়ি ও ফ্ল্যাটের সন্ধান পেয়েছে ইডি।

অর্পিতা দাবি করেছেন, তার ফ্ল্যাটে মাঝেমাঝে আসতেন পার্থ। তবে কী আসছে, কোথা থেকে আসছে, তার কিছুই নাকি জানতেন না তিনি।

ইডির জিজ্ঞাসাবাদে অর্পিতা দাবি করেন, বাড়িতে কত টাকা রাখা আছে তিনি জানতেন না। পার্থর কর্মীরা মাঝেমধ্যেই এসে টাকা রেখে দিতেন। শুধু তাই নয়, যেখানে টাকা রাখা হতো, সেই ঘরে তার কোনো প্রবেশাধিকার ছিল না।

দুর্নীতির মামলায় গ্রেপ্তার পার্থ চট্টোপাধ্যায়ের শিল্প দপ্তরের দায়িত্ব এবার নিজের হাতে নিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার রাজ্যের মন্ত্রিসভার বৈঠক হবে। সেখানে পার্থের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে দেশটির গণমাধ্যমে জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here