Home রাজনীতি অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে জন্মদিন উদযাপন করলেন ছাত্রলীগ নেতা
শাহিনুর ইসলাম প্রান্ত [লালমনিরহাট]: লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার টংভাংগা ইউনিয়নের স্বামী পরিত্যক্তা শৈজন বেগমের ভেংগে যাওয়া ঘর পুনর্নির্মাণে সহযোগীতা করে জন্মদিনে ব্যতিক্রমী উদযাপন করে আনন্দ ভাগাভাগি করেন তরুন ছাত্রলীগ নেতা সাবেক সাংগঠনিক সম্পাদক লালমনিরহাট জেলা শাখার রাফিউল হোসেন সম্পদ।
আজ ৭ ডিসেম্বর উপজেলার ৪ং টংভাংগা ইউনিয়নের বাড়াইপারার বাসিন্দা বিধবা শৈজন বেগমের ভেংগে যাওয়া ঘর পুনর্নির্মাণ করা হয়। এ সময় পুনর্নির্মাণ কাজে সহযোগীতা করেন সামাজিক সংগঠন “মানব সেবা সংগঠনে” এর সদস্যরা।
রাফিউল সম্পদ বলেন, আমার ইচ্ছা সর্বদা অসহায় মানুষের পাশে দাড়াঁনো। আমি বেশ কিছুদিন আগে থেকেই স্বামী পরিত্যক্তা শৈজন বেগমের ব্যাপারে অবগত হহি। তাই আমার জন্মদিনের আনন্দকে ভাগাভাগি করে নিতে আমি এই সিদ্ধান্ত নেই।
এদেশের প্রতিটি ধুলো মাটি ও বালু কণার কাছে আমরা দায়বদ্ধ, সেই দায়বদ্ধতা থেকে দেশ ও সমাজের জন্য ভালো কিছু করার প্রচেষ্টা মাত্র।