শাহিনুর ইসলাম প্রান্ত, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধায় বন্যা দুর্গত মানুষদের সহায়তায় এগিয়ে এলেন সুপ্রিম কোর্টের বার কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট মাজেদুল ইসলাম পাটোয়ারী (উজ্জ্বল)।
আজ বুধবার (২৯ জুন) বিকেলে উপজেলার গড্ডিমারী ইউনিয়নে পানিবন্দি প্রায় দেড় শতাধিক অসহায় পরিবারের মাঝে এসব শুকনো খাবার বিতরণ করেন। এসময় শুকনো খাবার হিসেবে, চিড়া, মুড়ি, গুড় ও বিশুদ্ধ পানি ছিলো।
মাজেদুল ইসলাম পাটোয়ারী উজ্জ্বল বলেন, পানিবন্দি পরিবার গুলোর মাঝে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান। এছারাও ভবিষ্যতেও যে কোন দুর্যোগে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে আমার চেষ্টা অব্যাহত থাকবে।