যুক্তরাষ্ট্র থেকে ভোররাতে দেশে ফিরেছেন সাকিব আল হাসান। রাত সাড়ে ৩টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে গণমাধ্যমের চোখ এড়িয়ে গাড়িতে উঠে পড়েন বিশ্বসেরা অলরাউন্ডার।
সকালে বিশ্রাম নিয়ে বিকেল সোয়া ৩টার দিকে নাজমুল হাসান পাপনের গুলশানের বাসভবনে যান সাকিব। সাকিবের পর বিকাল সাড়ে ৩টার দিকে পাপনের বাসায় প্রবেশ করেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।
বিসিবি সভাপতির বাসভবনে দুপুর ১২টার দিকে সাকিবের আসার কথা থাকলেও তিনি আসেন বিকেল ৩টা ১০ মিনিটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত সাকিব ও বিসিবি সভাপতির বৈঠক চলছে। এরপর বিকেল ৪টার দিকে প্রবেশ করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু ও নির্বাচক হাবিবুল বাশার সুমন।
এর পরপরই ঢোকেন ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। আজকেই এই মিটিং থেকে টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব হবেন কি হবেন না সেটি চূড়ান্ত হবে। এ ছাড় ঘোষণা করা হবে এশিয়া কাপের দলও।