শাহিনুর ইসলাম প্রান্ত, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ছাত্রলীগের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে পাটগ্রাম ইউনিয়ন শাখার ৮ ও ৯ নং ওয়ার্ড ছাত্রলীগের মাঝে হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিদ্যোৎসাহী সমাজকর্মী রংপুর বিভাগের মাহমুদুল হাসান সোহাগের পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, আল মামুন শুভ উপজেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক, রেজাউল করিম সিহাব সহ সভাপতি উপজেলা ছাত্রলীগ, হেলাল হোসেন সহ সভাপতি উপজেলা ছাত্রলীগ, আবু সুফিয়ান হিরা সাধারণ সম্পাদক পাটগ্রাম ইউনিয়ন, কোয়েল, মিজান, আসাদ,মমিনুর, আব্দুল গনি, রাজিব প্রমুখ।
অনুষ্টানে উপজেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক আল মামুন শুভ বলেন, হাতীবান্ধা পাটগ্রামে পর্যায়ক্রমে প্রতিটি মাঠ প্রতিটি প্রতিষ্ঠানে মানবতার ফেরিওয়ালা জননেতা মাহামুদুল হাসান সোহাগ ভাইয়ের পৃষ্ঠপোষকতায় ক্রীড়া সামগ্রী বিতরন করা হবে।