পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে শরীয়তপুরে আনন্দ র‌্যালি

0
125

শরীয়তপুর প্রতিনিধি ॥ স্বপ্নের পদ্মাসেতুর উদ্বোধনের ঐতিহাসিক মূহুর্তের সাক্ষি হতে শরীয়তপুরে চলছে ৩ দিন ব্যাপি সমৃদ্ধির উৎসব। এই উৎসবের অংশ হিসেবে ২৫ জুন শনিবার সকাল সাড়ে ৯টায় জেলা সদরের চৌরঙ্গীস্থ বঙ্গবন্ধু ম্যুরাল চত্বর থেকে আনন্দ র‌্যালি শুরু হয়।

র‌্যালিতে জেলা প্রশাসন সহ জেলা পরিষদ, এলজিইডি, গণপূর্ত, সড়ক ও জনপথ, পিটিআই, টিটিসি সহ জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ, এনজিও প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীগণ অংশ গ্রহণ করে।

অতিরিক্ত জেলা প্রশাসক, সিভিল সার্জন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক, এলজিইডির নির্বাহী প্রকৌশলী, মুক্তিযোদ্ধাগণ, ইসলামিক ফাউন্ডেশনের ডিডিসহ বিভিন্ন পেশার প্রতিনিধিগণ অংশ গ্রহণ করেন। প্রধানমন্ত্রীর প্রদীপ্ত প্রত্যয় আর দৃঢ় দেশ প্রেমের প্রতিক প্রমত্তা পদ্মার বুকে বাঙ্গালীর স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে পেরে আনন্দে উচ্ছাসিত।

তারা নানান রঙের পোশাক আর সাজসজ্জায় বর্ণিল করে তোলেন আনন্দ র‌্যালিকে। র‌্যালি নিয়ে তারা তারা জেলা প্রশাসন আয়োজিত শরীয়তপুর স্টেডিয়ামের সমৃদ্ধির উৎসবে অংশগ্রহন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here