পদ্মায় শিক্ষার্থীদের নৌকা ডুবি ॥ নিখোঁজ এক শিক্ষার্থী

0
94

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মার একটি শাখা নদীতে ১৩ শিক্ষার্থী নিয়ে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাজিদা (১৩) নামের এক স্কুলছাত্রী নিখোঁজ থাকলেও ফায়ার
সার্ভিসের ডুবুরি দল গত ২৪ ঘন্টাতেও খোঁজ বা উদ্ধার করতে সক্ষম হয়নি। রোববার দুপুর আড়াইটার দিকে উপজেলার দুলর্ভপুর ইউনিয়নের ফিল্টেরহাট এলাকায় এ ঘটনা ঘটে।

শিবগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বরত কর্মকর্তা রজব আলী শেখ বলেন, রবিবার বিকেল থেকে তাদের একটি ডুবুরীদল পরদিন বিকেল পর্যন্ত অনুসন্ধান চালিয়েও শিশুটির সন্ধান না পাওয়ায় উদ্ধার কাজ স্থগিত করেছে। নৌকাডুবির ঘটনায় ১২ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

উল্লেখ্য, রবিবার দুপুরে একটি কোচিং সেন্টার থেকে বাড়ি ফিরছিলেন ১৩ শিক্ষার্থী। ফিল্টেরহাট ঘাটে নৌকার মাঝি না পেয়ে তারা নিজেরাই নৌকা চালিয়ে আসার চেষ্টা করে।

একপর্যায়ে নদীর মাঝামাঝি পৌঁছালে নৌকাটি ডুবে যায়। এসময় তাদের চিৎকারে আশপাশের মানুষ এগিয়ে এসে ১২ জনকে উদ্ধার করে। এ ঘটনায় সাজিদা নামের এক ছাত্রী নিখোঁজ হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here