কূল ভাঙ্গা দু‘ধার
মরা নদীর তীর;
জোয়ার-ভাটার অসারতা
হাসিঁ-কান্নার ভীর ।।
নিত্য চলে আসা-যাওয়া
পথিক-পরিজন;
ঘাট মারিয়ে, মাঠ পেরিয়ে-
নতুন-পুরাতন।।
মধ্যখানের বালু ক‘ণা
করছে হাহাকার;
একটু খানি বারি বিন্দু-
বুক ফাটাঁ চিৎকার।।
নগ্ন পায়ে স্বর্ণলতা
বারির প্রিয়জন;
খাড়ুতে সে ধার মারাবে-
চলছে ,ব্যর্থ আয়োজন।।
এমনি চলা অধিরজনা
আশার বিন্দু বারি;
পৃথক যদি অনাদি তবু-
প্রেয়সী জনা তারই ।।