পবিত্র হজ পালনে সানা খান এখন মক্কায় !

0
181

সাবেক বলিউড অভিনেত্রী সানা খান অভিনয় ও শোবিজ জগত ছেড়ে ধর্মে মনোযোগী। পবিত্র হজ পালনের উদ্দেশে মক্কায় অবস্থান করছেন সানা।

ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে তার হজ পালন করতে যাওয়ার বিষয়টি জানিয়েছেন সানা। সেখানকার বেশ কয়েকটি ভিডিও ও ছবি প্রকাশ করেছেন। সঙ্গে এও জানিয়েছেন, এর মধ্য দিয়ে তার বহু দিনের শখ পূরণ হয়েছে। হজে সানার সফরসঙ্গী তার স্বামী সাইয়াদ আনাস।

‘হাল্লা বোল’, ‘জয় হো’, ‘ওয়াজাহ তুম হো’ এবং ‘টয়লেট: এক প্রেম কথা’সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন সানা খান। ‘বিগ বস’র পাশাপাশি ‘খতড়ো কে খিলাড়ি’ রিয়েলিটি শোয়ে অংশ নিয়েছেন তিনি। এছাড়া ভারতের দক্ষিণী সিনেমাতেও অভিনয় করেছেন সানা।

২০২০ সালের অক্টোবরে হঠাৎ করেই শোবিজ জগত থেকে বিদায় নেওয়ার ঘোষণা দেন সানা খান। এরপর এক মাসের মধ্যে গুজরাটের হীরা ব্যবসায়ী মুফতি আনাসকে বিয়ে করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here