নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুলিশকে কামড় দিয়ে হ্যান্ডকাপসহ পালানোর ১৭ দিন পর মাদক কারবারি ইসমাইল হোসেন ওরফে বয়াতিকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৫ অক্টোবর) রাতে জেলার সোনাইমুড়ী উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ইসমাইল হোসেন বয়াতি উপজেলার বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের জামাইয়ের টেক এলাকার নোয়াব আলী স্বর্ণকার বাড়ির আলী আজমের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম বলেন, গত ২৮ সেপ্টেম্বর বিকেলে কোম্পানীগঞ্জ উপজেলার জামাইয়েরটেক থেকে মাদক কারবারি বয়াতিকে তার সহযোগীরা হ্যান্ডকাপসহ ছিনিয়ে নেয়। এ ঘটনায় ওই দিন সন্ধ্যায় অভিযান চালিয়ে বয়াতির বেশ কয়েকজন স্বজনকে আটক করা হয়।
ওই ঘটনার ১৭দিন পর একাধিক মাদক মামলা ও পুলিশ অ্যাসল্ট মামলার আসামি মাদক কারবারি বয়াতিকে তথ্য প্রযুক্তির সহযোগিতায় গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য, মাদক কারবারি বয়াতি বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন থেকে মাদক ব্যবসা চালিয়ে আসছেন।