পুলিশের কাছে জীবনের নিরাপত্তা চেয়ে রিক্সাচালক দম্পত্তির আকুতি !

0
92

শরীয়তপুর প্রতিনিধি ॥ পুলিশ সুপারের কাছে জীবনের নিরাপত্তা চেয়ে আকুতি করেছে রিক্সাচালক এক দম্পতি। এই দম্পতি তার ৫ সন্তান নিয়ে জীবনের ঝুঁকিতে আছে বলেও লিখিত আবেদনে উল্লেখ করেছেন। পিতার রেখে যাওয়া জমিজমা ভোগদখল নিয়ে সৎভাইদের সাথে এই বিরোধ।

রিক্সাচালক হান্নান খলিফা শরীয়তপুর পুলিশ সুপার বরাবর লিখিত আবেদনে উল্লেখ করেছেন, তিনি শরীয়ত পুর পৌরসভার পশ্চিম কোটাপাড়ার মৃত রসিদ খলিফার পুত্র। হানিফ খলিফা তার মৃত পিতা রসিদ খলিফার প্রথম পক্ষের সন্তান। পিতার মৃত্যুর পরে সৎভাই হানিফ খলিফা হান্নান কে অনেকবার হত্যার চেষ্টা করে।

পরে হান্নান তার চাচা রব খলিফার মেয়ে শান্তনাকে বিয়ে করে নিরাপদ আশ্রয় খুঁজে। পরবর্তীতে সৎভাই হানিফ ও তার সহযোগীরা মিলে হান্নানের স্ত্রী শান্তনাকে হত্যা করে। সেই বিষয়ে হান্নানের শ্বশুর (চাচা) রব খলিফা হানিফ খলিফা ও তার সহযোগীদের বিরুদ্ধে হত্যা মামলা করে।

পরবর্তীতে হত্যা মামলা আপোষ মীমাংসা করে দুই শক্তি এক হয়ে যায়। সেই সময় স্ত্রীকে হারিয়ে হান্নান খলিফা তার নানা বাড়ি নওগাঁ জেলায় চলে যায়। সেখানে কল্পনাকে বিয়ে করে নতুন সংসার বাঁধে সে। হান্নান-কল্পনার দাম্পত্য জীবনে ৪ মেয়ে ও ১ পুত্র সন্তান রয়েছে। প্রায় ১০ বছর ধরে হান্নান নওগাঁ থেকে তার স্ত্রী-সন্তানদের নিয়ে পিতার বাড়িতে ফিরে এসেছে।

সেই থেকে চাচা রব খলিফা, চাচাতো ভাই সিরাজ খলিফা ও সৎভাই হানিফ খলিফা পুনরায় হান্নান খলিফা ও তার পরিবারের ক্ষতি করার চেষ্টা অব্যাহত রেখেছে। জমির দখল পেতে চাইলেই জীবন নাশের হুমকিসহ নানান নির্যাতনে শিকার হতে হয় তাদের।

আবেদনকারী হান্নান ও তার স্ত্রী কল্পনা জানায়, পিতার রেখে যাওয় জমি অংশ হিসেবে বিআরএস রেকর্ডে হান্নানের নামে রেকর্ড হয়। সেই জমিতে হান্নানকে ঘর তুলতে দেয়না হানিফ খলিফারা। ঘর তুলতে গেলেই চাঁদা দাবী করে তারা। আবার জীবন নাশের হুমকিও দেয়।

রব খলিফা, সিরাজ খলিফা ও হানিফ খলিফা হিং¯্র প্রকৃতির হওয়ায় তাদের সাথে প্রতিবাদ করার সাহসও হান্নানের নেই। তাই পুলিশ প্রশাসনের কাছে স্ত্রী- সন্তান সহ নিজের জীবনের নিরাপত্তা চেয়ে আবেদন করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here