পরিবারের সঙ্গে ঈদ করা হলো না পিয়াস বাবু’র  !

0
147
শাহিনুর ইসলাম প্রান্ত লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে পিয়াস বাবু (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গত সোমবার দুপুরে উপজেলার নিজ গড্ডিমারী এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পিয়াস বাবু নিজ গড্ডিমারী এলাকার আরমান আলীর ছেলে বলে জানা গেছে।
জানা গেছে, ওই এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সোহরাব আলী ও দুলাল হোসেন নামে ২ ব্যক্তির লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয় পক্ষের ৮ জন আহত হয়।
আহতদের মধ্যে সোহরাব আলী পক্ষের পিয়াস বাবুর অবস্থা গুরুতর হওয়ায় প্রথমে হাতীবান্ধা হাসপাতাল পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here