জামিনের নথিপত্র কাশিমপুর কারাগারে না আসায় চিত্রনায়িকা পরীমনি দীর্ঘ ২৬ দিন পর জামিন পেলেও মুক্তি পাননি। আগামীকাল বুধবার (১ সেপ্টেম্বর) তিনি কারাগার থেকে মুক্তি পাবেন। মঙ্গল বার (৩১ আগস্ট) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেলার সৈয়দ শাহ শরীফ।
সৈয়দ শাহ শরীফ বলেন, বিকেল ৫টায় লকাপ হয়ে গেছে। এখনো কাগজপত্র আমাদের হাতে এসে পোঁছায় নি। রাতে কাগজপত্র এলেও তাকে আজ মুক্তি দেওয়া সম্ভব না। আগামীকাল সাড়ে ৯ বা ১০টার মধ্যে কাগজপত্র যাচাই-বাছাই করে মুক্তি দেওয়া হবে।
এর আগে তিন দফা রিমান্ডের পর জামিন আবেদনের শুনানি শেষে দুপুরে আর্থিক মুচলেকায় জামিন আদেশ দেন ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশ। আদেশের পর থেকে গাজীপুরের কাশিমপুর কারাফটকে স্থানীয় উৎসুক জনতা ভিড় জমান। কারাগার কর্তৃপক্ষ জানায়, ছয়টার মধ্যে জামিন আদেশ না পাওয়ায় তাকে মুক্তি দেওয়া যায়নি।
গত ৪ আগস্ট বনানীর বাসা থেকে পরীমনি ও তার সহযোগী দীপুকে আটক করে র্যাব। এ সময় পরীমনির বাসায় বিভিন্ন মাদক পাওয়া গেছে বলে জানায় র্যাব।
৫ আগস্ট র্যাব-১ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরীমনি ও তার সহযোগীর বিরুদ্ধে বনানী থানায় মামলা করে।এরপর ৫ আগস্ট ৪দিন এবং ১০ আগস্ট ২দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত ১৩ আগস্ট রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়।