চোখ ফোলা। চোখের তলায় কালশিটে। রক্তাক্ত কপাল। সোশ্য়াল মিডিয়ায় এরকমই কিছু ছবি পোস্ট করে প্রাক্তন প্রেমিকের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ আনলেন মালয়ালম ছবির জনপ্রিয় অভিনেত্রী অনিকা বিক্রমন। আহত হওয়ার ছবি পোস্ট করেই ক্ষান্ত দেননি অভিনেত্রী।
পুলিশের কাছে এফআইআর দায়েরও করেছেন তিনি। অনিকার কথায়, আমি অনুপ পিল্লাই নামে এক ব্যক্তির প্রেমে পড়েছিলাম। এই অনুপ পিল্লাই আমাকে গত কয়েক বছর ধরে মানসিক ও শারীরিক ভাবে অত্যাচার করেছে। আমি আমার দুঃস্বপ্নেও ভাবিনি এ এমন মানুষ হতে পারে।
প্রথম বার মারধর করার পর আমার পা ধরে ক্ষমা চেয়ে নেয়। দ্বিতীয় বার আমাকে যখন মারধর করেছিল পুলিশে অভিযোগ জানাই। এত কিছুর পরও সে আমায় ভয় দেখাচ্ছে।অভিনেত্রী আরও জানান, প্রতিনিয়ত হুমকি ফোন পাচ্ছেন তিনি।
তাঁর কথায়, ‘‘আমার ও আমার পরিবারের সম্মানহানির ক্রমাগত চেষ্টা করে চলেছে সেই ব্যক্তি। এ বার থেকে ওঁর অত্যাচারের ছবি পোস্ট করতে শুরু করলাম। যদিও সবটাই অতীত। এখন আগের তুলনায় অনেক ভাল আছি।