প্রধানমন্ত্রী মানবিক সহায়তা কর্মহীন হয়ে পড়া হতদরিদ্রদের মাঝে বিতরণ

0
148
শেখ সাইফুল ইসলাম কবির : করোনা কালিন সময়ে কর্মহীন হয়ে পড়া বাগেরহাটের মোর- গঞ্জে  সদর ও  হোগলাবুনিয়া ইউনিয়নে প্রধানমন্ত্রীর জিআর প্রকল্পের মাধ্যমে মানবিক সহায়তা ও ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
মোরেলগঞ্জ সদর ইউনিয়নে মঙ্গলবার দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ৫শ’ পরিবারের মাঝে জনপ্রতি ৫শ’ টাকা করে বিতরণ করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান এইচ এম মাহমুদ আলী, সচিব মো. সালাহ উদ্দিন, ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন, শহিদুল ইসলাম।
অপরদিকে, হোগলাবুনিয়া ইউনিয়নের ৩৯শ’ ২২ পরিবারের মাঝে ঈদ উপহার ৪৫০ টাকা জনপ্রতি ও জিআর প্রকল্পের ৫শ’ পরিবারকে ৫শ’ টাকা করে বিতরণ করেন ইউপি চেয়ার ম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আকরামুজ্জামান, সংশ্লিষ্ট ট্যাগ অফিসার সহকারি শিক্ষা অফিসার রিপন চন্দ্র মন্ডল ও ইউপি সচিব মো. রহমত উল্লাহ।
এ সময় চেয়ারম্যান মাহমুদ আলী ও আকরামুজ্জামান বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা করোনা কালিন সময়ে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্রদের মাঝে মানবিক সহায়তা ও ঈদ উপহার সঠিকভাবে পৌছে দেওয়া তাদের দায়িত্ব বলে মনে করছেন। এ সময় প্রধানমন্ত্রীর র্দীঘায়ু কামনা করে দোয়া করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here