Home ঢাকা বিভাগ প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ বন্দর উপজেলা আওয়ামীলীগের !
নারায়ণগঞ্জ বন্দর প্রতিনিধি: নারায়ণগঞ্জের আলোচিত ও ঐতিহ্যবাহী ওসমান পরিবারের তিন কর্ণধারের সম্মানে নির্মিত সড়ক ও সেতু সহ নির্মাণাধীন তিনটি স্থাপনার নামকরণের সিদ্ধান্তে প্রধান মন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বন্দর উপজেলা আওয়ামীলীগ। রবিবার (৩০মে) সকালে বন্দর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ¦ মো: কাজিম উদ্দিন প্রধান সাংবাদিকদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় বন্দর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ¦ কাজিম উদ্দিন প্রধান বলেন, স্বাধীনতা পদকপ্রাপ্ত (মরণোত্তর) ভাষা সৈনিক এ কে এম সামসুজ্জোহার নামে নাম করণ হয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তরের সাইনবোর্ড নারায়ণগঞ্জ মহাসড়কের সাইনবোর্ড থেকে চাষাড়া পর্যন্ত আঞ্চলিক মহাসড়কটি।
তাছাড় এ কে এম সামসুজ্জোহা স্ত্রী ভাষা সৈনিক বেগম নাগিনা জোহার নামে নামকরণ হয়েছে খানপুর হয়ে হাজীগঞ্জ গোদনাইল হয়ে ইপিজেড পর্যন্ত আঞ্চলিক মহাসড়কটি। আর মদন পুর মদনগঞ্জ সৈয়দ পুর আঞ্চলিক মহাসড়কে বন্দর উপজেলায় নির্মাণাধীন তৃতীয় শীতলক্ষ্যা সেতুটি বীর মুক্তিযোদ্ধা এ কে এম নাসিম ওসমানের নামে নামকরনে বন্দর উপ-জেলা আওয়য়ামীলীগের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি।
সেই সাথে বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলার চেয়ারম্যান বীর মুক্তি যোদ্ধা আলহাজ¦ এম এ রশিদ ভাইকে ধন্যবাদ জানাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ভিডিও কনফারেন্সে ওসমান পরিবারের তিন কর্ণধার এর সম্মানে তাদের নামে সড়ক ও সেতু তিনটি স্থাপনার নামকরণের প্রস্তাব রাখায়। আমি বন্দর উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানাই।