শাহিনুর ইসলাম প্রান্ত, লালমনিরহাট প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে দৃষ্টিনন্দিত হাতীবান্ধা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রসহ সারা দেশে ৫০টি মডেল মসজিদ আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করলেন।
সারা বাংলাদেশে পাঁচ শত ৬৪ টি মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র এর মধ্যে ৫ম পর্যায়ে ৫০ টি মসজিদ উদ্বোধন করা হয়। রবিবার সকালে গনভবন থেকে এই উদ্বোধন কর্মসূচি ঘোষণা করা হয়।
এসময় লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করেন কতৃপক্ষ।
এসময় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্লাহ, পুলিশ সুপার সাইফুল ইসলাম, হাতীবান্ধা উপজেলা পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান মামুন, উপজেলা নির্বাহী অফিসার নাজির হোসেন,সহকারী কমিশনার( ভূমি) লোকমান হোসেন, বি-সার্কেল ফরহাদ ইমরুল কায়েস, ওসি শাহা আলম ও ইসলামী ফাউন্ডেশনের কর্মকর্তা আমজাদ হোসেন প্রমুখ।