র‌্যাবের হাতে ৬ কেজি গাঁজাসহ এক ব্যবসায়ী আটক

0
74

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ ৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। এই অভিযানে নেতৃত্ব দেন কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার
রুহ-ফি-তাহমিন তৌকির।

র‌্যাবের এক প্রেসনোটে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল ১ সেপ্টেম্বর রাত সোয়া ১২টার দিকে বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার শ্যামপুর ইউনিয়নের চামা বাজার এলাকায় একটি মাদক বিরোধী অভিযান চালায়।

এসময় ৬ কেজি গাঁজা, ২টি মোবাইল ফোনসহ মাদক ব্যবসায়ী শিবগঞ্জ উপজেলার বিনোদপুর বিশ^নাথপুর গ্রামের সোহবুলের ছেলে মো রবিউল ইসলাম (২০)’কে হাতেনাতে গ্রেফতার করে।

জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় গাঁজা অবৈধভাবে সংগ্রহ করে বিক্রয় করে আসছিলো বলে স্বীকার করে। এ ঘটনায় জেলার শিবগঞ্জ থানায় মামলা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here