চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ নেশাজাতীয় ইনজেকশন বুপ্রেনরফিনসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা।
রবিবার রাতে ৩৮০ পিস নিষিদ্ধ ঘোষিত মাদক বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধারে নেতৃত্ব দেন কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির।
র্যাবের এক প্রেসনোটে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল ২৮ আগস্ট সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার মহারাজপুর ফিল্ডের হাট এলাকায় পাঁকা রাস্তার উপর অভিযান চালায়।
এসময় ৩৮০ পিস বুপ্রেনরফিন ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী নাটোর জেলার বাগাতিপাড়া নন্দীপুরের সাধন কর্মকারের ছেলে সঞ্জয় কর্মকার (৩৫) কে হাতেনাতে আটক করা হয়েছে।
জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় বুপ্রেনরফিন অবৈধভাবে সংগ্রহ করে বিক্রয় করে আসছে স্বীকার করে। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা করা হয়েছে।