চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় র্যাবের পৃথক অভি-যানে বিপুল পরিমান ভারতীয় পাতার বিড়িসহ ২ জন ও ফেন্সিডিলসহ ১ জনকে আটক করা হয়েছে। রবিবার ভোর পৌনে ৫টার দিকে এক অভিযানে শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের রানীবাড়ি চাঁদপুর গ্রাম হতে ১ লক্ষ ৯৫ হাজার পিস ভারতীয় পাতার বিড়িসহ ২জনকে আটক করা হয়।
অপর অভিযানে রবিবার ভোর সোয়া ৬টার দিকে শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের বাঘিতলা চৌরাস্তা মোড় হতে ১৮৩ বোতল ফেন্সিডিলসহ ১জনকে আটক করা হয়।
পাতার বিড়িসহ আটক ২ মাদক ব্যবসায়ী হলো-শিবগঞ্জ উপজেলার গোপালপুর গ্রামের মোঃ বেলাল উদ্দিনের ছেলে মোঃ পলাশ (২৪) ও মোঃ মকবুল হোসেনের ছেলে মোঃ দবির হোসেন (২৫) এবং ফেন্সিডিল সহ আটক মাদক ব্যবসায়ী গোমস্তাপুর উপজেলার খোশালপাড়া গ্রামের মোঃ সেলিম রেজার ছেলে মোঃ সোহেল রানা (২৮)।
র্যাব-৫ পৃথক দু’টি প্রেসনোটে জানানো হয়, রোববার ভোর সোয়া ৬টার দিকে এক অভিযানে শিবগঞ্জ উপজেলার বাঘিপাড়া চৌরাস্তায় অভিযান চালিয়ে ১৮৩ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক ব্যবসায়ী সোহেল রানাকে হাতেনাতে আটক করা হয়। এসময় তার ব্যবহৃত ১টি মোবাইল সেট ও একটি ট্রাক জব্দ করা হয়।
এছাড়া অপর এক অভিযানে রোববার ভোর পৌনে ৫টার দিকে র্যাবের অপর অভিযানে শিবগঞ্জ উপজেলার রানীবাড়ি চাঁদপুর গ্রাম হতে ১ লক্ষ ৯৫ হাজার পিস ভারতীয় পাতার বিড়িসহ মোঃ পলাশ ও মোঃ দবির হোসেনকে হাতেনাতে আটক করা হয়।
এসময় তাদের ব্যবহৃত ২টি মোবাইল সেট জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘ দিন থেকে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। পৃথক ঘটনায় শিবগঞ্জ থানায় পৃথক ২টি মামলা করা হয়েছে।