চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ আমগাছে ব্যবহার করার জন্য অবৈধ ভাবে কীটনাশক হরমন পাচারকালে এক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা।
রবিবার দুপুর সোয়া ১২ টার দিকে শিবগঞ্জের চককীর্তী এলাকা থেকে ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ১৪ লিটার ভারতীয় তৈরি আমগাছের কিটনাশক সহ আটক হয়, একই উপজেলার একই ইউনিয়নের রানীবাড়ি চাঁদপুর গ্রামের আশরাফুল ইসলামের ছেলে মো. মাসুদ রানা (২৬)।
র্যাবের এক প্রেসনোটে জানানো হয়, র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল কোম্পানী কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট মারুফ হোসেন খান এবং স্কোয়াড কমান্ডার মোঃ ওমর আলী এর নেতৃতে ৩ অক্টোবর সোয়া ১২ টার দিকে চাঁপাই নবাব গঞ্জ জেলার শিবগঞ্জ থানার চককীর্তি ইউনিয়নের একটি আম বাগানে অভিযান চালায়।
এসময় ১৪ (চৌদ্দ) লিটার ভারতীয় তৈরি আমগাছের হরোমন কিটনাশ কসহ কিটনাশক ব্যবসায়ী মোঃমাসুদ রানা কে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ ঘটনায় জেলার শিবগঞ্জ থানায় মামলা করা হয়েছে।