র‌্যাবের অভিযানে ৭৭০পিস ইয়াবা হেরোইনসহ আটক ২

0
188
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নে মাদকবিরোধী অভিযানে ৭৭০ পিস ইয়াবা ট্যাবলেট, ২০ গ্রাম হেরোইন এবং নগদ ৪ হাজার ৪৭০ টাকাসহ ২ জনকে আটক করেছে র‌্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা।
মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টার দিকে চালানো অভিযানের বিষয়টি গভীর রাতে এক প্রেসনোটে নিশ্চিত করা হয়।  বারঘরিয়া ইউ-নিয়নের ৩নং ওয়ার্ডের তরিকুলের বাড়ির সামনে অভিযানটি চালানো হয়।
আটককৃতরা হচ্ছে, রানীহাটি ইউনিয়নের চক আলমপুর পাঠান পাড়ার আরিফের স্ত্রী মোছা. বেবী বেগম (৩২) এবং একই এলাকার মৃত বাবলুর রহমানের ছেলে টিয়া (২৫)।
প্রেসনোটে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল কোম্পানী কমান্ডার মেজর মো. সানরিয়া চৌধুরী এবং স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. ওমর আলীর নেতৃত্বে ক্যাম্পের একটি দল বারঘরিয়ায় অভিযান চালায়।
এই অভিযানে ৭৭০ পিস ইয়াবা, ২০ গ্রাম হেরোইন ও নগদ ৪৪৭০ টাকাসহ বেবী বেগম ও টিয়া কে আটক করা হয়।
গ্রেপ্তার কৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় সদর মডেল থানায় মামলা দায়ের হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here