চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০ মাদকসেবীকে আটক করেছে র্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। বুধবার দুপুরে এদের আটক করা হয় সদর উপজেলার বারঘরিয়া নতুন বাজার এলাকা থেকে।
র্যাবের এক প্রেসনোটে বুধবার বিকেলে জানানো হয়, ১৪ অক্টোবর বুধবার বেলা পৌনে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল চাঁপাইনবাবগঞ্জ সদর থানার বারঘরিয়া নতুন বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালায়। এসময় প্রকাশ্যে মাদক সেবনের অপরাধে মোট ১০ জন মাদকসেবীকে আটক করা হয়।
আটককৃতরা হচ্ছে, পোলাডাঙ্গার মোঃ ওবাইদুল (৪০), মাঠিলাপাড়ার মোঃ রেজাউল (৪২), বারঘরিয়া নতুন বাজারের মোঃ মানিক (৩৭), কাথনিপাড়ার মোঃ ইসরাফিল (২০), পিটিসি কলেজ মোড়ের মোঃ আসিক (২৩), ফরিদপুর জেলার মালতা থানার রায়েরচরের মৃত আঃ হালিম মোল্লার ছেলে মোঃ সিরাজ মিয়া (৫০), রামচন্দ্রপুর হাটের মোঃ শাকিল মিয়া (২০), নয়লাভাঙ্গা মোঃ নাজমুল (২৬) ও মোঃ তারেক বিশ্বাস (৩০), ছত্রাজিৎপুরের মোঃ নাজিম (২৬)।
এসময় গাঁজা, কলকী, গ্যাস লাইট উদ্ধার করা হয়। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা হয়েছে।